মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
বিরলে পুলিশের বাধায় যুবদলের মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে বগুড়ায়।
“দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ”
নামে রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বিরল-বোচাগঞ্জ উপজেলা ও পৌর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় এই মতবিনিময় সভার আয়োজন করা করেছিল।বুধবার(১৪ জুন-২০২৩)বিকেল ৪টায় বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় মতবিনিময় সভার প্রস্তুতি নেয়ার সময় বিরল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মতবিনিময় সভার আয়োজকদের জানায় যে, পূর্ব হতে থানা থেকে অনুমতি নেয়া হয়নি তাই এখানে সভা করতে দেয়া হবে না।পুলিশের নির্দেশনার ফলে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষনিক মতবিনিময় সভা স্থগিত করেন আয়োজকরা।এবং আগত নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে চলে যায়।বিরল যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মামুনুর রশিদ জানান, পুলিশ আমাদের মতবিনিময় সভা করতে না দিয়ে আমাদের গনতান্ত্রিক অধিকার খর্ব করেছে। আমরা এর তিব্র নিন্দা জানাই।আজ সন্ধ্যার পর দিনাজপুর বিএনপি অফিসে এই মতবিনিময় সভা করা হবে বলে তিনি জানান।মতবিনিময় সভায় জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল,বিরল-বোচাগঞ্জ উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন।