মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে শুক্রবার (০২জুন)বিকালে বটতলা কবরস্হান মাঠে পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির বাজিতপুর উপজেলা আহবায়ক মোঃ হোসেন উদ্দিন হিরু।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কিশোরগঞ্জ জেলা আহবায়ক এড.আশরাফ উদ্দিন রেনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির নিকলী উপজেলা আহবায়ক এড.মাহবুবুল আলম বাচ্চু,জাতীয় পার্টির ভৈরব উপজেলা নির্বাহী সদস্য সাংবাদিক ছাবির উদ্দিন রাজু,জাতীয় পার্টির অষ্টগ্রাম উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব উদ্দিন।জাতীয় পার্টির কিশোরগঞ্জ জেলা যুগ্ন আহবায়ক মোঃ শামছুল হুদা,নির্বাহী সদস্য এড.শামছুল আলম,জাতীয় পার্টির বাজিতপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ফরিদ আহমদ মোল্লা।পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ কামাল মিয়া।এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির বিভিন্নস্থরের নেতা কর্মী ও পার্টির সমর্থকরা।সম্মেলনের সার্বিক সঞ্চলনায় ছিলেন বাজিতপুর পৌর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ বোরহান উদ্দিন ও সদস্য সচিব মোঃ সোহাগ মিয়াসহ অন্যান্য নেতাকর্মীগন।
বক্তব্যে জেলার আহবায়ক বলেন-
জাতীয় পার্টির পৌর কমিটি সহ ৯টি ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি না হয়ায়,সম্মেলনে কমিটি ঘোষণা আজ স্থগিত করা হল।পরর্বতী দুই সপ্তাহের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা পর,পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।