নিজস্ব প্রতিবেদক.
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর তাকাফুল এখলাছ প্রকল্পের সার্ভিসিংসেল অফিসে আজ ১ এজিএম ১ জন বিএম ও ৩ জন ১৫ জন এফএ নিয়ে আজকের ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়।সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ট্রেনিং চলমান থাকে।এখন থেকে কিশোরগঞ্জ সার্ভিসিং সেল অফিস ইনচার্জের অধীনে যত এজেন্সি ও সার্ভিসিংসেল অফিস আছে সকল অফিসে মাসে ১ দিন স্পেশাল ট্রেনিং ও উন্নয়ন সভা চলমান থাকবে।