পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ শেষ হলো গত ২৫ শে মে রোজ বৃহস্পতিবার। দিনভর আনন্দঘন পরিবেশে গাজীপুর সিটির তৃতীয়তম নির্বাচন সম্পন্ন হল, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হলো ইভিএমে প্রথমবারের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।সকল আশা নিরাশার অবসান ঘটিয়ে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের মধ্যে চলছে বিজয়ের আনন্দ। সমর্থক ও কর্মীদের নিয়ে চলছে মিছিল ও মিষ্টি বিতরণ। গাজীপুর ৫৭টি ওয়ার্ডের মধ্যে ৪১ নং ওয়ার্ড এর ব্যতিক্রম নয়।সদ্য নির্বাচিত কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী,সমর্থক ও জনগণের সমন্বয়ে বিজয় মিছিলের আয়োজন করেন।২৮ শে মে রবিবার বিকাল ৪ টায় ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার বসুগাঁও তার নিজ অফিস থেকে শুরু করে পূবাইল কলেজ গেইট,খিলগাঁও পুবাইল বাজার,কাজীপাড়া,ভাদুন হয়ে ডেমরপাড়া ৪১ নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে বিজয় মিছিল করেন ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা।ঐ বিজয় মিছিলে অংশ নেন পুবাইল ৪১ নং ওয়ার্ডের হাজার হাজার জনগণ।বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা বলেন,আমি ৪১ নং ওয়ার্ডের সকল দলের অংশগ্রহণে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি আধুনিক ৪১ নং ওয়ার্ড গড়ে তুলবো।মাদক সন্ত্রাস মুক্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি একটি আধুনিক মডেল ওয়ার্ড উপহার দিব এজন্য সকলের সহযোগিতা চাই।বিজয় মিছিল শেষে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার নিজ অফিস প্রাঙ্গনে কর্মী সমর্থক ও ৪১ নং ওয়ার্ডের জনগণের উপস্থিতিতে মিলাদ মাহফিল দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com