1. admin@auchsangbad.com : admin :
বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না-এমপি লিপি - আউচ সংবাদ প্রতিদিন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চলছে জন্মনিবন্ধন ক্যাম্পেইন পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের উপর প্রতিশোধ নিয়েছে- ইকবাল হাসান মাহমুদ টুুকু দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৯বম বর্ষফূর্তি অনুষ্ঠিত  সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  কটিয়াদীরের কৃতি সন্তান পদোন্নতি পেলেন উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইছমাইল হোসেন ময়মনসিংহে ডিবির অভিযানে ২০ টি ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার-০২ কিশোরগঞ্জ সদর কলাপাড়ায় দারুস্ সুন্নাহ মডেল মাদ্রাসায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে শীত ও ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগ নান্দাইলে পঙ্গু মামুন কে হুইল চেয়ার প্রদান নিম্নচাপের প্রভাবে দুমকিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,বাড়তে পারে শীত

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না-এমপি লিপি

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭৭ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি.একজন নাকে ক্ষাত দিয়ে বিদেশে অবস্থান করছেন৷বিদেশে তিনি আরাম আয়েসে আছেন।এই হল বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না-উন্নয়ন হয় তাদের নিজেদের৷হয় খুকু আর খাম্বা।আর অত্যাচার-নির্যাতন তো আছেই৷তা বলে শেষ করা যাবে না৷কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তিনি জনগণের কথা ভাবেন৷নেত্রী উন্নয়নের কথা ভাবেন।তিনি মেট্রোরেল,পদ্মা সেতু,ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা,শিক্ষা ব্যবস্থা,বিধবা ভাতা চালু করেছেন,দুস্থ ভাতা চালু করেছেন,মুক্তিযুদ্ধাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন তাদের আবাসনের ব্যবস্থা করেছেন,যাদের ঘর নাই তাদের জন্য আবাসন প্রকল্পের ব্যবস্থা করেছেন,আর স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য হাজার হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন৷জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে নৌকাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে৷আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমার পিতা ও আমার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করা করতে আপনাদের কাছে আমি এসেছি৷বিপুল জনসমাবেশ দেখে আবেগে আপ্লুত হয়ে এমপি বলেন,আপনারা আমাকে যেভাবে ভালোবেসেছেন,আমাকে ঠাঁই দিয়েছেন,আপনারা আমাকে যেভাবে ভালোবেসে আপন করে নিয়েছেন-এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা অথচ এখানে অনেকেই আমাকে চলে যেতে বলে৷আপনারাই আমাকে বলে দিন আমি কোথায় যাব?এই কিশোরগঞ্জের মাটি আমার পবিত্র স্থান৷এ কিশোরগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন আমার দাদা আর আমার পিতা৷কিশোরগঞ্জের মাটিতে আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিনিধিত্ব করেছেন বছরের পর বছর৷তিনি এ কিশোরগঞ্জকে একটি মডেল হিসেবে সারা দেশের সাথে পরিচিতি করেছেন৷আমি সব হারিয়ে আপনাদের কাছে এসেছি৷আপনাদের কাছে আমার একটাই আবেদন-আপনারা আমাকে দূরে সরিয়ে রাখবেন না৷আমি আপনাদের মেয়ে,আমি আপনাদের বোন-আপনাদের কাছে থেকে আমি সারাটা জীবন পার করতে চাই৷কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশাল জনসভায় শুক্রবার বিকালে কিশোরগঞ্জ১(কিশোরগঞ্জ সদর-হোসেনপুর)আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এক জনসমাবেশে এসব কথা বলেন৷এ সময় দেশের উন্নয়নের কথা শুনতে এল বিপুল সংখ্যক জনতা৷বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ জনসভা৷সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি আরো বলেন,স্বপ্নের পদ্মা সেতু,মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল এখন ঈর্ষনীয় সাফল্যের চূড়ায় আমাদের এ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷তিনি সকলকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান৷সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান,কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান,ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার৷জনসভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ছারাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বস্তি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

© All rights reserved © 2022 Auch Sangbad

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!