মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-দিনাজপুরের উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিস্ত্রিপাড়া উন্নয়ন সংঘ ক্লাব আয়োজিত ঈদের আনান্দ উপভোগ করতে উপশহর মিস্ত্রি পাড়ার এলাকার সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন এলাকার কৃতি সন্তান প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু ও দৈনিক কালের কন্ঠ ও ডেইলি অবজারভার পত্রিকার দিনাজপুর প্রতিনিধি সাংবাদিক এমদাদুল হক মিলন। উদ্বোধনী খেলায় দুটি দল অংশ গ্রহণ করেন ব্লাক হর্স দলের অধিনায়ক এমদাদুল হক মিলনের দল সেভেন হর্স দলের অধিনায়ক কোল্ড মাইনিং বড় পুকুরিয়া কোঃ লিঃ মিঃ প্রকৌশলী সাজিউল ইসলাম সাজুর দলকে হারিয়ে ফাইনালে পৌচ্ছে।অপর দিকে আরেকটি খেলায় এসিডিসি দল ফাইনালে উঠে।ফাইনালে এসিডিসি বনাম ব্লাক হস্ দু দলের সমিকরণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তিন দুই গোলে জয় লাভ করে এসিডিসি দল।চ্যাম্পিয়ন এসিডিসি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এলাকার কৃতি সন্তান প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু,সাংবাদিক এমদাদুল হক মিলন।
খেলায় ৪টি দলে যারা অংশগ্রহন করেন,মোঃ লিটন হোসেন আকাশ,শাকিল ইসলাম,মাহমুদুল হাসান সাথী,হারিসুল ইসলাম হিরা,
মামুন,জুয়েল,সেলিম,মাসুম,জাহাঙ্গীর,আরাফাত হোসেন রনি,শাহিন,বুলু,আপেল,শহরিয়ার,অন্তর,মিম,সানি,
সিয়াম,রানা,রুবেল,আরমান,আরিফুল,জুম্মন,জারিন,
মিনার,দিনার,জনি,মাসুদ,ধারাবর্ণনায় ছিলেন সাব্বির প্রমুখ।
দিনাজপুরের উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় ঈদুল ফিতর উপলক্ষে সিনিয়র জুনিয়র সমন্বয়ে নাইট ফুটবল প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন এসিডিসি দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু, সাংবাদিক এমদাদুল হক মিলন।