প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কিশোরগঞ্জ সার্ভিসিংসেল এর মেয়াদপূর্তির চেক বিতরণ করা হয়েছে।গ্রাহক রসুলা বেগম চেক বুঝে নেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কিশোরগঞ্জ সার্ভিসিংসেল ইনচার্জ এফ এম আব্বাস উদ্দিন- জিএম এর হাত থেকে এসময় উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোহাম্মদ আবু তালেব আমান কিশোরগঞ্জ জজকোর্ট, উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ ডি জি এম ও সুরমা আক্তার সুমি, জামাল উদ্দিন ইউ এম প্রমুখ।