আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ফখর উদ্দিন সাঈম ঢাকায় অনুষ্ঠিত “শেখ কামাল ২য় বাংলাদেশ ইউথ গেইমস ২০২৩ অনুষ্ঠানে ২টি ইভেন্টে ৩য় হয়ে পদক প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন থেকে ১টি পদক ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন থেকে ১টি পদক প্রাপ্ত হয়ে নান্দাইলের মুখ উজ্জ¦ল করেছেন। ফখর উদ্দিন সাঈমের বাড়ি গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে। তার পিতা মোঃ নজরুল ইসলাম ভূইঁয়া। ফখর উদ্দিন সাঈম এই প্রতিনিধিকে জানান, ভবিষ্যতে তিনি খেলাধুলার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে সকলের দোয়া কামনা করেছেন।