আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মধ্য বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন ভূইঁয়ার বিদায় অনুষ্ঠানে ২২ মার্চ বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেলীনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংর্ধ্বনা সভায় উপজেলা শিক্ষা অফিসার ফজিনাতুন নেচ্ছা প্রদান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী মঞ্জুুরুল হক, সহকারী শিক্ষক লুৎফুন নেচ্ছা, হাসনা বেগম, নীলা ও সাংবাদিক মাহাবুব আলম খান প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূইঁয়াকে মানপত্র, সম্মাননা ক্র্যাস্ট ও শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন মধ্য বাশঁহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নিজে প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকে বিদায় পর্যন্ত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পারন করে বিগত ১লা জানুয়ারি ২০২৩ অবসর গ্রহন করেন।