বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ( বাউবি ) কিশোরগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রের জায়গা অধিগ্রহণ ও তা বাউবি কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক ভাবে দখল ও কবুলিয়াত নামা হস্তান্তর করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
ভূমি হুকুম দখল কবুলিয়াত নামা হস্তান্তর অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্চেলর ( ভিসি) অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার। কবুলিয়তনামা অধিগ্রহণ পএ হস্তান্তর করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ ববুল কালাম আজাদ। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি হুকুম দখল কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বাউবি গাজীপুর এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ পরিচালক মোঃ হারুনুর রশীদ, ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক মোঃ মন্জুরুল ইসলাম, সহকারী পরিচালক এপিএস টু ভিসি মোঃ আবু কায়সার, কিশোরগঞ্জ উপ আন্চলিক কেন্দ্র প্রধান মোঃ আশরাফুল হাসান উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ মৌজার বড়পুল এলাকায় আরএস খতিয়ান নং ১৬৯ আরএস দাগ নং ১৬৪৮ রেকর্ডীয় শ্রেনী নামা পরিমান ৪০ (চল্লিশ) শতাংশ স্হাবর সম্পওি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল আইন ২০১৭ এর অধীন জেলা কালেক্টরেটের ভূমি হুকুম দখল শাখার মাধ্যমে তা ২২ মার্চ ২০২৩ ইং বুধবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে হস্তান্তর করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বাউবি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। ৪০ শতাংশ ভূমি হুকুম দখল পূর্বক কবুলিয়াত নামা হস্তান্তরের মাধ্যমে দীর্ঘদিনের আশা কিশোরগঞ্জ জেলায় বা উ বি’ র নিজস্ব কার্যালয় স্হাপনের কাজ শুরু হবে বলে ভিসি মহোদয় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। একই দি বিকাল ৪ টায় বাউবি’ র ভিসি অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বাউবি আন্চলিক উপ কেন্দ্র পরিদর্শনে গেলে কর্মকর্তা কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে বিভিন্ন কলেজের টিউটরগণ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। এছাড়াও অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় বাউবি কর্মকর্তা বৃন্দ উপস্হিত থেকে প্রতীকি গ্রহণ হিসেবে আন্চলিক কেন্দ্রের সাইন বোর্ড স্হাপন ও সীমানা পিলার স্হাপন করেন।