মোঃ মোফাসসেল সরকার,নিজস্ব প্রতিবেদক,
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মঈনুর রহমান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান
এ ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তামারা তাসবিহা, উপজেলা প্রকৌশলি অনতু বল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, ভিপি দুলাল বর্মন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।