আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুর্শেদ এলিনর বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রোববার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুভ উদ্ভাধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিনি বলেন, ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় অগ্রনী ভূমিকা রাখতে হবে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা মনজুরুল হক সবুজের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সার্বিক পরিচালনায় দিন ব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মনজুরুল হক সবুজ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহনের পর থেকে বিদ্যালয়ের ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষার পরিবেশ খুবই সুন্দর হয়েছে। বাউন্ডারি ওয়াল নিমার্ণ, নলকূপ বসানো, পাকা ভবন সংসদ সদস্যের মাধ্যমে নিমার্ণ করা হয়েছে। এমপি বিদ্যালয়ে পৌছিলে বিদ্যালয়ের সভাপতি মনজুরুল হক সবুজ ছাত্র-ছাত্রী সহ সংসদ সদস্যকে ব্যাপকভাবে সংর্ধ্বনা সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংসদ সদস্য বলেন, বিদ্যালয়ের অসমাপ্ত সকল কাজ পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মনজুরুল হক সবুজ বলেন, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সহ সার্বিক পরিবেশ বর্তমান ম্যানেজিং কমিটির নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। এসময় দলীয় নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে ছিলেন।