আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, খেলাধুলার মান উন্নয়নে প্রাথমিক পর্যায়ে বেশী গুরুত্ব দিতে হবে। তিনি বোববার (১৯ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ) প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাওয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুল নেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর ওয়াদুদ ভূইঁয়া, শিক্ষক নেতা রবিউল নেওয়াজ ফরিদ, রফিকুল ইসলাম নাসিম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। এছাড়া পুরস্কার বিতরনী পর্বে নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, সাংবাদিক জহিরুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রতিযোগীগন উপস্থিত ছিলেন।