নাঈম ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে প্রায় ৮০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শুরু।
আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারীর ওরস উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু ।
সপ্তাহব্যাপী এ মেলায় সাধক-সন্ন্যাসীসহ ঢল নেমেছে মানুষের। মেলায় রকমারি পণ্য ছাড়াও বড় আকারের মাছ দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।
কিশোরগঞ্জে জমে উঠেছে প্রায় ৮০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। বাউল সাধকদের আধ্যাত্মিক গানে-সুরের মূর্ছনায় মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। মেলার পাশাপাশি হযরত শাহ্ শামসুদ্দিন বুখারী রহঃ’র মাজারে চলছে জিকির-আসকারসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
বাহারি খেলনা, প্রসাধনী, মুড়ি-মুড়কি, জিলাপি, চুড়ি-গহনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রিয়জনকে সঙ্গে নিয়ে মেলায় আনন্দ উপভোগ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
তবে সবকিছু ছাপিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে মাছের বাজার। জামাইদের মাছ কেনার প্রতিযোগিতায় ধুম পড়েছে বেচাকেনার।
প্রায় ৮০০ বছর আগে এলাকায় আস্তানা গাড়েন ১২ আউলিয়ার অন্যতম হজরত শাহ সামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী রহঃ। মৃত্যুর পর থেকে ওই সাধকের বাৎসরিক ওরস উপলক্ষে মাজারসংলগ্ন খোলা ময়দানে প্রতিবছর বসে মেলা।
মেলার শেষ দুদিন বরাদ্দ থাকছে শুধু নারীদের জন্য। বউ-মেলা নামে পরিচিত ওই দুদিনে নারীরা মেলায় এসে কেনাকাটা করবেন নিজেদের মতো। আগামী ১৯ ফেব্রুয়ারি শেষ হবে মেলা।