‘নবী মেরাজ হতে এলেন ঘুরে
বলে না ভেদ কারো তরে…
শুনে আলী কইছেন তখন-
দেখে এলেন আল্লা কেমন
রূপটি কেমন দেবেন বলে
নবী কয় ঠিক তোমারই মতন
করো আমল আমি বলি যারে…
এসে আবু বককর বলেন,
আল্লা কেমন দেখে এলেন
রূপটি কেমন দেবেন বলে
নবী বলেন তুমি দেখো তোমারে…
তাহারপর কহিছে ওমর,
কেমন আল্লার আকার প্রকার
নবী কয় ঠিক তোমারই আকার
আনাল হক তাই কোরান ফুকারে…
পরে জিজ্ঞাসে ওসমান গণি,
আল্লা কেমন বলেন শুনি
নবী কয় ঠিক আল্লাহ তুমি
তেমন ঠিক পরওয়ারে…
নবী মেরাজে গিয়ে, যে ভেদ তিনি এলেন নিয়ে
বুঝাইলেন যা চারিমতে
লালন পড়লো মহাগোলে…’