কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ জেলা টাস্কফোর্স কমিটির
ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ২০০৫ ও সংশোধন ২০১৩ এর উপর মোবাইল কোর্ট নিয়মিত করণ, শিক্ষাপ্রতিষ্ঠানে এ আইনে সভা সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
২৮ জানুয়ারী ( শনিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সিভিলসার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ন সচিব জাকিয়া পারভিন। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাসেল শেখ( বিপিএম বার)।
মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন এমওসিসি ডাঃ সৈয়দ শাহরিয়ার হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন মবিঅ উপপরিচালক মোঃ হারুন অর রশিদ, যুউঅ সহ পরিচালক জেড এ শাহাদাৎ হোসেন, ই ফা উপপরিচালক মহসীন খান, বিএমএ সাধারন সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, চেম্বার সভাপতি মুজিবুর রহমান বেলাল, নাটাব প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস্ প্রতিনিধি সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল প্রমূখ।