চিকনিকান্দি সূতাবাড়ীয়া শ্রীশ্রী মা দয়াময়ী কাঁলী পূজা পালিত হয়েছে।
শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন সূতাবাড়ীয়া শ্রী মা দয়াময়ী কাঁলী বাড়ী কাঁলী পূজা পালিত হয়েছে । বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে এই কালী পূজামানত করে। এমন কি ভারতীয় কিছু লোকজন এই দয়াময়ী কালী পূজামানত করে থাকে তাই এই দিনে শুধু বাংলাদেশের হিন্দু ধর্মের একটি পূজা পালিত হয়ে থাকে আর ভারতে। কামরূপ কামাখ্যা ভারতের নানা আয়োজনের মধ্য দিয়ে শিব আরেক নাম মহাদেব পূজা উদযাপন
পুরোহিতের মন্ত্রপাঠসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গলাচিপা উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শিব পূজা পালিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) জেলার ১ টা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে শিব পূজা অনুষ্ঠিত হয়।তাদের জ্ঞান অর্জনের জন্য শিব পূজার আয়োজন করে। সনাতন ধর্মমতে, শিবের আরেক নাম হচ্ছে মহাদেব
শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে শিব আরাধনা করেন। শিব দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।আমরা এবারে খুব আনন্দ করবো। সবাইকে নিয়ে হই হুল্লোড় করব।
শিব পূজা পালিত হয়েছে ভারত আর বাংলাদেশ ।শিব পূজা সারা বাংলাদেশ একটা । শনিবার শুরু হয়েছে ঐতিহ্যবাহী শিব পূজা। বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোক সজ্জায় হাজার হাজার লোক সমাগমের মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য শিব পূজাকে কেন্দ্র করে পটুয়াখালী জেলার গলাচিপাতে রূপ নেয় এক অনুষ্ঠানটি হিন্দু সম্প্রদায়ের হলেও উপভোগ করার জন্য সকল ধর্মের লোকজন ছুটে আসে গলাচিপা উপজেলা চিকনিকান্দি ইউনিয়ন পূজা।
জানা যায়, বাংলাদেশের বৃহত্তম এই শিব পূজা গলাচিপা উদযাপিত হয়। শিব পূজা উপলক্ষে এক দিন সকল ধর্মের হাজার হাজার লোকের সমাগম হয় এই পূজায়। দেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে শিব পূজা উপভোগ করতে।শিব পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা দোকান নিয়ে এসেছেন গলাচিপা উপজেলা । শিব পূজায় বিনোদনের জন্য রাধা চক্কর, নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে গলাচিপাতে এ শিব পূজা উদযাপিত হয় মহাদেব পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য । সাজসজ্জায় যেন কোনো মন্দির পিছিয়ে নেই। শিব পূজা উদযাপন কমিটি সাজিয়ে বসে। প্রতি বছরের ন্যায় এ বছরও মন্দিরে অর্থাৎ শিব মন্দিরে সার্বজনীন ও মন্দিরে পারিবারিকভাবে এ শিব পূজা উদযাপিত হচ্ছে। শিব প্রতিমা তৈরি, আরেকটি সৎ সংঘ মহাদেব পূজা মন্দির। পূজা উপলক্ষে প্রতিদিনই মন্দিরে মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়।
উদযাপন কমিটির সভাপতি, শিব পূজা উদযাপন কমিটির শিব পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শ্রী ঃ শোনিত গাইন (ওসি) ,তদন্ত অফিসার মোঃ আতিকুর রহমান ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।শিব পূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ সকল আইন শৃখলা বাহিনী সর্বদা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) বলেন হিন্দু সম্প্রদায়ের সকলকে শিব পূজা শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা গলাচিপা সকালের সহযোগিতা সুশৃঙ্খল পরিবেশে শিব পূজা উৎযাপন করতে পেরে আমরা আনন্দিত।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com