কিশোরগঞ্জ পাগলা মসজিদ সংলগ্ন পথশিশু ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃ
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড “তাকাফুল এখলাছ প্রকল্প” কিশোরগঞ্জ সার্ভিসিং সেল অফিস এর জিএম ও ইনচার্জ এবং আউচ কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান জনাব এফ এম আব্বাসউদ্দিন মঙ্গলবার রাতে হাঁটার চলে পথশিশু ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।এসময় দেশ ও বিদেশে সবার কাছে দোয়ার দরখাস্ত রাখেন আজীবন গরীব অসহায়দের মাঝে যেন মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারেন।