আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমী মাদ্রাসার ছাত্রছাত্রীদের পুরস্কার ও নতুন বই বিতরণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল ঘোষণা, পুরস্কার ও নতুন বই বিতরণ কোরআন ছবক ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩ জানুয়ারি সন্ধ্যায় মাজুখান পাকুরিয়ার টেক নানা আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করে লতাহারবাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আইউব আলী ফাহিম, চেয়ারম্যান লতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং মা আছিয়া জামে মসজিদ ও কবরস্থান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল ইসলাম (পিপিএম) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জোস্না বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। মোমেন মিয়া কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আব্দুর রশিদ অধ্যাপক পূবাইল আদর্শ কলেজ। রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। হাসানুল বান্না মজু, আহবায়ক ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আমজাদ হোসেন মোল্লা, যুগ্ন আহবায়ক ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এ সময় আর উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মনির মন্ডল, মিজানুর রহমান (মিজান) ম্যানেজার লতা হারবাল গ্রুপ অব কোম্পানি,মোঃ মোস্তফা কামাল, আকরাম হোসেন মাস্টার, মোমেন মিয়া।দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান পরিচালক অত্র মাদ্রাসা।