কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা ফসল নষ্ট করে দিল দূরবিত্তরা।
মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ-
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জমিতে থাকা বিভিন্ন ফসল ভুট্টা, ফলধরা লাউয়ের গাছ ও সত্তরটি কলা গাছ নষ্ট করে দিয়েছে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর আদশ্রগ্রামে কিছু দূরবিত্ত ব্যাক্তি। মৌজাঃ কালিকাপুর, জেল এল নং- ২৩, খতিয়ান – ১২০৭, দাগ নং- ৬৩০৫, জমির পরিমাণ – ৩০ শতাংশ এই জমিটি নিয়ে নীলফামারী কোর্টে মামলা চলছে দূর্ঘদিন থেকে।
এ ঘটনাটি ঘটেছে গত ১৬/১২/২২ ইং ভোর ৪ টার দিকে পড়ে আব্দুল মালেকের স্ত্রী মাছুরা বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হচ্ছে ঐ এলাকার মৃত মনতাজ আলীর ছেলে আহসান হাবীব দুলাল, আব্দুল মতিনের ছেলে সোহাগ, পাগড়ী মামুদের ছেলে সাহারুল হক, আহসান হাবীবের স্ত্রী ফিরোজা বেগম।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।