কটিয়াদীতে আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী।
নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজ এর আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন,আলহাজ্ব আসাদুজ্জামান স্মৃতি ম্যুরাল ও সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি.।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজের নবনির্মিত আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব মঈনুজ্জামান অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম,এমপি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ এমপি., কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি এমপি,কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ,কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ,কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান,কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী,কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন এবং স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ কুমার সাহা।