রূপনগর সমাজকল্যাণ সমিতি’র মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ- স্বাধীনতার মাসে মহান বিজয় দিবস উপলক্ষে রূপনগর সমাজকল্যাণ সমিতি’র উদ্যোগে ২৩ ডিসেম্বর ২২ খ্রিঃ তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় বন্দর থানাধীন রূপনগর অফিসে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক ও রূপনগর সমাজকল্যাণ সমিতি’র চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার অমল রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ, বন্দর থানা কমিটির, সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান অনিক। এতে আরো উপস্থিত ছিলেন, রূপনগর সমাজকল্যাণ সমিতি’র অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, পরিচালক মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক রবিন, সাংবাদিক শাহনাজ পারভীন, হিমু প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে সামাজিক সংগঠন রূপনগর সমাজকল্যাণ সমিতি’র ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।