ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান
তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ মো,মিজানুর রহমান যোগদান করেছেন।
গড়েয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আ স ম গোলাম ফারুক রুবেল এর সভাপতিত্বে ২১ডিসেম্বর বুধবার দুপুরে গড়েয়া ডিগ্রি কলেজের অফিস রুমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা জেসমিন আখতার নব নিযুক্ত অধ্যক্ষের হাতে দায়িত্ব ভার তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, অধ্যক্ষ আব্দুস ছালাম, সাবেক অধ্যক্ষ জাকির হোসেন হেলাল।
আরও বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সাধারণ সম্পাদক ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো, ইউনুছ আলী, স্বজল কুমার চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ মো, রুহুল ইসলাম শাহ, সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান,গড়েয়া হাট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম লাবু, সাংবাদিক মাজেদুর রহমান, সাংবাদিক রহমত আরিফ, গভর্নিং বডির সদস্য ও অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।