শহীদ বুদ্ধিজীবিদের স্বরণে মসিকের শ্রদ্ধাঞ্জলি
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
বুধবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে বুদ্ধিজীবীদের স্মরণে থানাঘাট বধ্যভূমির স্মৃতিফলকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র পক্ষে উপস্থিত ছিলেন মসিকের সচিব অন্নপূর্ণা দেবনাথ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ মসিকের বিভাগী ও শাখা প্রধানগণ, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।