উপজেলা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা
অমান্য করে ভুমি জবর দখলের চেষ্টা
শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামের শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া সম্পত্তি আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্ব ধানকাটে নিয়েযায় , মোঃ মোস্তাফা খান চর মোন্তাজ ইউনিয়নের ও মোঃ কাদের মোল্লা, রিয়াজুর পুত্রসহ পরিবারের লোকজন।
সাংবাদিক শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা প্রতিনিধি, নিধুরাম পরিবারের সন্তান, শ্রীঃ বঙ্কিম চন্দ্র ভুঁইয়া,তার এক মাত্র উত্তরঅধিকারী সন্তান শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, আমাদের কবলা সম্পত্তি জোর পূর্ব ধান কাটিয়ে নিয়ে যায় এমন কোন ভূমি জবরদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসংক্রান্ত বিষয়ে মৃত নজিরআহাম্মেদের পুত্র মোস্তফা খান।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল (পটুয়াখালী দক্ষিণ) আদালতে ১৪৪ ধারা আইনে মিস মামলা নং ১৪৫/২২ ইং দায়ের করে। আদালত মামলাটির শুনানি শেষে প্রতিপক্ষ রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়ন চর মারর্গেট। এলাকার মোঃনাজিরআম্মেদ পুত্র মোঃমোস্তফা, জাহাঙ্গীর , কাদের মোল্লা সহ ৯ জনের বিরুদ্ধে উক্ত বিরোধীয় জায়গা জোরপুর্বক দখল থেকে বিরত রাখতে রাঙ্গাবালী থানার ওসি কে নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষ নির্বাহী ম্যাজিট্রেট আদালতের আদেশ অমান্য করে চর মার্গারেট গ্রামে থেকে জোর পূর্ব ধান কাটতে থাকে। চর মোন্তাজ মৌজার আর. এস খতিয়ানদির আর. এস দাগ ১৭৩ নং ৪৮ বি.এস খতিয়ান নং ৪৮ নামজারী খতিয়ান নং ৪৮ এর বি.এস দাগের আন্দরে ৪০৪ শতক ভুমি জোরপুর্বক দখলে নিতে সন্ত্রাসী কায়দায় বার বার মোঃ মোস্তফা, জাহাঙ্গীর গং চেষ্টা চালিয়ে আসছে বলে ভুক্তভোগী শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া অভিযোগ। ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে এলাকাবাসী। ভুক্তভোগী শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া জানান, জাহাঙ্গীর, মোস্তফা দুই জন চিহ্নত ভুমিদৃস্য আমার পৈতৃক জমি দখলে নিতে সন্ত্রাসী বাহিনী গঠন করে।
উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট
আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্ব ধান কাটতে চলেছে আমি এ ব্যাপারে পটুয়াখালী জেলা উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।