উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে মসজিদের মাইকে ‘ ডাকাত আসছে’ বলে এমন ঘোষণা দেওয়া হয়।এ সংবাদ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা উপজেলায় ভাইরাল হয় ডাকাত আতঙ্ক।উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে হঠাত্ উপজেলার শিকারপুর,বামরাইল,বরাকোঠা,গুঠিয়া,শোলক ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা করেন এলাকায় ডাকাত পড়েছে, সবাই ঘর ছেড়ে বের হয়ে আসুন, ডাকাত পড়েছে এলাকায়।’ মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও। মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। কিন্তু সকালে বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানা যায়, কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ‘ডাকাত আসছে’ খবরটি মসজিদের মাইকে শুনেছেন বলে জানান। অনেকেই এটা বিশ্বাস করে আত্মীয়স্বজনদের ফোন করে সারারাত সজাগ থাকতে সতর্ক করেন। তার পরই একযোগে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে ফেসবুকে পোস্ট দিতে থাকেন। এর পর আতঙ্ক আরো বেশি ছড়িয়ে পড়ে।বামরাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সুমন বলেন, হঠাৎ করে মাইকিং এর শব্দ বিভিন্ন এলাকা থেকে খবর পেয়ে আমার ওয়ার্ডের মানুষজন রাস্তায় নেমে আসে।উজিরপুর মডেল থানার অফিসার ইরচার্জ মো.কামরুল হাসান জানান,এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মানুষকে সতর্ক করতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। কিছু কিছু এলাকার জনপ্রতিনিধিদের ফোন করে বলা হয়েছিল, সতর্ক থাকতে এবং কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য।