নান্দাইল উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক সন্ত্রাসীর হামলায় আহত
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী তাঁতীলীগের আহবায়ক খাদেমুল ইসলাম লিটনের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মেলন শেষে নান্দাইল কলেজ গেট বাস থেকে নামার সাথে সাথেই খাদেমুল ইসলাম লিটনের উপর হামলা করা হয়। হামলায় তার একটি হাত ভেঙ্গে যায়। হামলার কারণ জানাযায়নি। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নান্দাইল মডেল থানার অফিসার চাজ মো. মিজানুর রহমান আকন্দ জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।