নান্দাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ররিবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফের সভাপতিত্বে ও উপজেলা প্রশিক নাজমুল মামুন সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আনসার ভিডিপি কর্মকতা নাসিমা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ড.মোস্তারী জাহান ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, গৌরিপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার রাকিবুল হাসান, সাংবাদিক আলম ফরাজি, উপজেলা আনসার ভিডিপি কর্মকতা(অবঃ) আব্দুল আওয়াল, শেরপুর ইউনিয়নের ইউনিয়ন দলনেতা মফিজুর রহমান, রাজগাতি ইউনিয়ের দলনেত্রী রাবেয়া আক্তার বার্ষিক প্রতিবেদন পেশ করেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে নান্দাইল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত এ সমাবেশে ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করে।