মনোহরগঞ্জে নিশ্চিন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি (ভিডিও ভাইরাল)
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জে উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়ায় খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।
শুক্রবার (২ডিসেম্বর) বিকেলে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে প্রবাসী মিজানুর রহমানের উঠোনে থাকা মাটি নিয়ে যাচ্ছিল পাশের বাড়ির খোকন। এ সময় প্রবাসীর বৃদ্ধা মা রজ্জবেন্নেছা বাঁধা দিলে খোকন তার চুলের মুঠি ধরে মারধর করে। শাশুড়িকে রক্ষায় প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম এগিয়ে গেলে তাকেও গালাগালি করে। এক পর্যায়ে সম্পর্কে চাচী ঐ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয় খোকন।
ভিডিওতে দেখা যায়, খোকন ও নারীকে ধর্ষণের হুমকি দেয়ার পাশাপাশি কেউ তার কিছুই করতে পারবে না বলে শাসায়।
প্রবাসীর স্ত্রী ঘটনার বর্ণনা দিয়ে জানান, ‘ফেসবুকে ঐ ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সাদেক হোসেন আমার শাশুড়িকে মারধর এবং আমাকে হুমকির কোন বিচার না করে শুধুই কোন রকমে মিলিয়ে দেন।
আমরা কার কাছে বিচার দেবো!’ এ ঘটনায় অভিযুক্ত খোকন বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন নেতার নির্দেশে ঘটনাটি স্থানীয় মেম্বার সাদেক হোসেন মিমাংসা করে দিয়েছেন।’
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন,এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি খোঁজ নিয়ে দেখবো।