ময়মনসিংহ নান্দাইল উপজেলা আঃলীগের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক শাহান নির্বাচিত
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর(বৃহস্পতিবার) নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বর্তমান সভাপতি ও সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম সভাপতি ও আমিনুল ইসলাম শাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মেজর জেনারেল আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম শাহান ও নজিবুল্লাহ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ফাহমী গোলন্দাজ বাবেলসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, গৃহয়ান ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সম্মেলনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল, ব্যান্ড পাটিসহ দলে দলে সম্মেলনস্থলে উপস্থিত হন।
সম্মেলনের প্রথম পর্ব শেষে দীর্ঘ ১৭ বছর ধরে চলমান উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। পরবর্তীতে মাগরিবের নামাজের পর কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সিদ্ধান্তক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি নাম ঘোষণা করেন।