ময়মনসিংহে পণ্য প্রদর্শনী ও পিঠা মেলার উদ্বোধন
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ই-কমার্স বিজনেস ফোরাম কর্তৃক আয়োজিত দিনব্যাপী শীতের আমেজে পণ্য প্রদর্শনী ও পিঠা মেলার শুভ উদ্বোধন করেছেন ই-কমার্স বিজনেস ফোরামের
সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার সকালে নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ
ই-কমার্স বিজনেস ফোরামের এডমিন ও সহ-সভাপতি তুষ্টি চৌধুরী, মডারেটর উম্মে হাফসা, অমিয়া তাবাসসুম তামান্না, শাহানারা চৌধুরী, তানু কালাম সহ ময়মনসিংহ ই-কমার্স বিজনেস ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং উদ্যোক্তাগণ প্রমুখ। মেলায় বাহারি আইটেমের পণ্য নিয়ে ৫০ টি স্টল অংশগ্রহণ করেছে। মেলাটি সকাল ৮টি থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। উল্লেখ, এই মেলায় বিশেষ আকর্ষন রয়েছে। যেসব সুবিধা বঞ্চিত উদ্যোক্তাগণ মেলায় অংশগ্রহণ করতে পারেন না তাদেরকে বিনা মূল্যে টল ফ্রি দিয়েছেন ময়মনসিংহ ই-কমার্স বিজনেস ফোরাম।