তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা, দোয়া এবং এতিমখানার শিশু ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার(২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর গঙ্গা দাস গুহ রোডের প্রয়াত এ কে এম মোশাররফ হোসেন এর বাসভবনের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলীসহ প্রমুখ বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রুকন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল হক রাজু, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবির মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভির শাহ্সহ অন্যান্য নেতা-কর্মীরা।