কবিতার নাম
কবি মশাই
লিখেছেনঃ মহিমা আলম আলিফ
মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
(শ্রেণী- ৯ম শাখা- ক(বিজ্ঞান)
এক যে ছিল কবি মশাই
অধিক ছিলো ভালো,
ছড়িয়ে গেছে সবার মাঝে
তাহার গুনের আলো ।
রাগটা তাহার বেজায় কম
নেই বললেই চলে,
হেসে হেসে সারাটা দিন হাজার কথা বলে।
মাঝে মাঝে কবিতা লিখে
গল্প পড়ে কম,
ছবির মাঝে কথা আঁকে
হাতে আছে দম।
-চা, কফি ভীষণ প্রিয়
রেস্টুরেন্টে প্রায়ই যায়,
কফির পেয়ালায় চুমুক দিয়ে নিরুদ্দেশের পথে হারায়।
ঘুম যে তাহার খুবই কম
মোবাইল দেখে বেশি,
মুভি দেখে মন খারাপে
“চকলেট পেলে খুশি।
কবি মশাইয়ের জুরি মেলা
সত্যি অনেক ভার,
তাহাকে নিয়ে লিখতে গেলে
শেষ হবে না আর।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন
সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
নির্বাহী সম্পাদক : ফাহমিদা ইয়াসমিন.
বার্তা সম্পাদক : মিজানুর রহমান.
মফস্বল সম্পাদক : মোঃ সজীব মিয়া.
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।
মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫
ই-মেইল : auchsangbad@gmail.com