বাঘায় প্যানেল মেয়র শাহীনুর রহমান পিন্টুর মোটর সাইকেল শোভাযাত্রা
রাজশাহী প্রতিনিধি:
আসন্ন(২৯ ডিসেম্বর) রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপের পাশাপাশি প্রচার- প্রচারনা ও গনসংযোগ শুরু করেছেন।
এরই অংশ হিসেবে নিজের অবস্থান জানান দিতে বুধবার (৯ নভেম্বর ) বিকেল সাড়ে ৪ টায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে,অসহায় গরীব দুঃখী মানুষের একমাত্র চাওয়া, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড, বাঘা চারঘাটের অহংকার মাননীয় পররাষ্ট্র প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহারিয়ার আলমের আস্থাভাজন বাঘা পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র শাহীনুর রহমান পিন্টু মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বটমূল চত্ত্বর থেকে শুরু হয়ে চকআহম্মদপুর,বলিহার,চকছাতারী,পাকুড়িয়া,কলিগ্রাম,নারায়ণপুর,মশিদপুর,বানিয়াপাড়া,বাজারসহ পুরো পৌরসভা প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে কুশল বিনিময় ও পথসভা করেন বাঘা পৌরসভার পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহীনুর রহমান পিন্টু।
মটর সাইকেল শোভাযাত্রা ও গনসংযোগ শাহীনুর রহমান পিন্টু বলেন,ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি’র হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করছি।
এছাড়াও বাঘা পৌরসভার উন্নয়ন, এলাকাকে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে বাঘা পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করব এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। তিনি আরও বলেন, দল থেকে মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ।উল্লেখ্য, গত সোমবার (৭ নভেম্বর) রসিকসহ দেশের পাঁচটি পৌরসভার নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়। সে তালিকায় বাঘা পৌরসভা রয়েছে।ঘোষিত তফশিল অনুযায়ী ভোট গ্রহণ (২৯ ডিসেম্বর) বৃহষ্প্রতিবার, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর বৃহষ্প্রতিবার, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর শনিবার, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর শনিবার ভোট গ্রহন ২৯ ডিসেম্বর।বাঘা পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৩৬ ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।