দশমিনায় আগুনে পুড়ে ছাই হলো দুই ভাইয়ের বসত ঘর
এম জাফরান হারুন, জেলা প্রতিনিধি , পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে রান্না ঘরের আগুনে ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৬ নভেম্বর) বিকেলে বাঁশবাড়িয়া গ্রামের হারুন হাওলাদার বাড়ীতে আগুনের এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ডাল ও ধান বিক্রীর নগদ ৩লাখ টাকা সহ আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। দশমিনা ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের হারুন হাওলাদার বাড়ির মৃত বারেক হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ হাওলাদারের রান্না ঘর থেকে অসাবধানতা বসত আগুন ধরে যায়, এতে তার ভাই নুরুল আমিন হাওলাদার এর ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ২ ভাইয়ের বসত ঘর জ্বলে পুড়ে ছাই হয় যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মৃৃধা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস আসার আগেই ২ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে ঘরসহ সব কিছু পুড়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুজনের পরিবারই এখন বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছে, তাদের সাহায্য জরুরী।
দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।