পূবাইল থানা আ.লীগের সভাপতি আজিজুর সম্পাদক জাহিদ
আবু সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টোর গাজীপুরঃ
দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করে পূবাইল থানা আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষকে সভাপতি ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুনকে পূবাইল মেট্রোপলিটন থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে নির্বাচকমণ্ডলী।
সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম আলোচনায় ছিল বা প্রার্থী ছিলেন তাদের কেউ সাধারণ সম্পাদক হতে পারেননি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, সাবেক পূবাইলে ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা আমরা দীর্ঘ ১৯ বছর পর কমিটি পেয়ে দারুণ খুশি। কে কোন পদ পেলাম সেটা কোনো বিষয় না।
আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয়কে সামনে রেখে তৃণমূল কর্মিবান্ধব নেতা নির্বাচন করেছেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তিনি ৩ বছর মেয়াদের পূবাইল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
রোববার দিনভর একটানা একটি পর্বেই সম্মেলনের কাজ শেষ হয়। পদ প্রত্যাশীদের শোডাউন, মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পূবাইল আদর্শ কলেজ মাঠ। অনেক পদপ্রার্থীরা করেন প্যাকেট খাবারের ব্যবস্থা।
সব মিলিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পদভারে পূবাইল ৪১নং ওয়ার্ডের আদর্শ কলেজের মাঠটি সকাল ১০টা থেকেই নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না। চলছিল আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সকাল।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি। সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন।
এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন